সন্ধি বিচ্ছেদ- বাংলা প্রস্তুতি

সন্ধি বিচ্ছেদ- বাংলা প্রস্তুতি 


সন্ধি বিচ্ছেদ - সন্ধি - বাংলা ব্যাকরণ ও বাংলা ভাষা-সাহিত্যে ভাল প্রস্তুতির জন্য খুবই গুরত্ব বহন করে।


সন্ধি বিচ্ছেদ- বাংলা প্রস্তুতি



বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক পাঠ হিসাবে আজকের আলোচনা হলো সন্ধি-বিচ্ছেদ। পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে নিচে দেওয়া সন্ধি বিচ্ছেদ ছাত্র-ছাত্রীদের অবশ্যই ভাল ফলাফল করতে সহায়ক হবে।




'অ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


অক্ষৌহিণী = অক্ষ + ঊহিনী

অখিলেশ = অখিল + ঈশ

অগ্নুৎপাত = অগ্নি + উৎপাত

অঙ্গচ্ছেদ = অঙ্গ + ছেদ

অজন্ত = অচ্ + অন্ত

অত‌এব = অতঃ + এব

অতীত = অতি + ইত

অতীন্দ্রিয় = অতি + ইন্দ্রিয়

অতীব = অতি + ইব

অত্যধিক = অতি + অধিক

অত্যন্ত = অতি + অন্ত

অত্যাচার = অতি + আচার

অত্যাশ্চর্য = অতি + আশ্চর্য

অত্যৈশ্বর্য = অতি + ঐশ্বর্য

অদ্যাবধি  = অদ্য + অবধি

অধমর্ণ = অধম + ঋণ


অধীশ্বর = অধি + ঈশ্বর

অধ্যয়ন = অধি + অয়ন

অধ্যাদেশ = অধি + আদেশ

অধ্যুষিত = অধি + উষিত

অনুচ্ছেদ = অনু + ছেদ

অনুমতানুসারে = অনুমতি + অনুসারে

অনূর্ধ্ব = অনু + উর্ধ্ব

অন্তবর্তী = অন্তঃ + বর্তী

অন্তভুক্ত = অন্তঃ + ভুক্ত

অন্বয় = অনু + অয়

অন্বিত = অনু + ইত

অন্বেষণ = অনু + এষণ

অপরাহ্ন = অপর + অহ্ন

অপেক্ষা = অপ + ঈক্ষা

অবচ্ছেদ = অব + ছেদ

অবিন্ধন = অপ্ + ইন্ধন

অবেক্ষণ = অব + ঈক্ষণ

অব্জ = অপ্ + জ


অভীক্ষা = অভি + ঈক্ষা

অভীষ্ট = অভি + ইষ্ট

অভ্যাগত = অভি + আগত

অভ্যুত্থান = অভি + উত্থান

অভ্যুদয়  = অভি + উদয়

অলঙ্কার = অলম্ + কার

অহরহ = অহঃ + অহঃ

অহর্নিশ = অহঃ + নিশা

'আ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


আদ্যন্ত = আদি + অন্ত

আদ্যোপান্ত = আদ্য + উপান্ত

আবিষ্কার = আবিঃ + কার

আম্পদ = আ + পদ

আরেক = আর + এক

আর্ত  = আ + ঋত

আশাতীত = আশা + অতীত

আশাহত = আশা + আহত

আশ্চর্য = আ + চর্য



'ই' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


ইত্যাদি = ইতি + আদি




'ঈ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ

ঈর্ষান্বিত = ঈর্ষা + অন্বিত



'উ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ

উচ্চারণ = উৎ + চারণ

উচ্ছৃঙ্খল = উৎ + শৃঙ্খল

উচ্ছৃঙ্খল = উদ্ + শৃঙ্খল

উচ্ছ্বাস  = উদ্ + শ্বাস

উজ্জ্বল = উদ্ + জ্বল

উড্ডীন  = উদ্ + ডীন

উৎকৃষ্ট = উৎকৃষ্ + ত

উত্তমর্ণ = উত্তম + ঋণ

উত্তমাশা = উত্তম + আশা

উত্তম্ভ = উৎ + স্তম্ভ

উত্তরাধিকার = উত্তর + অধিকার

উত্থান = উৎ + স্থান

উত্থান = উদ্ + স্থান

উদ্ধত = উৎ + হত

উদ্ধার = উদ্ + হার

উদ্ধৃত = উৎ + হৃত

উদ্ধৃত = উদ্ + হৃত

উদ্ভব = উৎ + ভব

উদ্যম = উৎ + দম

উন্মেষ = উদ্ + মেষ

উপর্যুক্ত = উপরি + উক্ত$

উমেশ = উমা + ঈশ

উল্লিখিত = উৎ + লিখিত

উল্লিখিত = উদ্ + লিখিত

উল্লেখ = উৎ + লেখ

উল্লেখ্য = উৎ + লেখ্য

'ঋ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


ঋণার্ণ = ঋণ + ঋণ




'এ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


একচ্ছত্র =  এক + ছত্র

একাদশ = এক + দশ

একোন = এক + ঊন

একোনবিংশতি = এক + ঊনবিংশতি


'ক' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


কটুক্তি = কটু + উক্তি

কথান্তর = কথা + অন্তর

কথামৃত = কথা + অমৃত

কথােপকথন = কথা + উপকথন

কমলেশ = কমলা + ঈশ

কর্মোদ্যম = কর্ম + উদ্যম

কারাগার = কারা + আগার

কিংবা = কিম্ + বা

কিঞ্চিন্মাত্র = কিঞ্চিৎ + মাত্র

কিন্তু = কিম্ + তু

কুলটা =  কুল + অটা

কুলাঙ্গার = কুল + অঙ্গার

কৃষ্টি = কৃষ্ + তি

'ক্ষ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


ক্ষিতিশ = ক্ষিতী + ঈশ

ক্ষিতীশ = ক্ষিতি + ঈশ

ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত


'গ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


গঙ্গোদক = গঙ্গা + উদক

গঙ্গোর্মি = গঙ্গা + উর্মি

গণেশ = গণ + ঈশ

গত্যন্তর = গতি + অন্তর

গন্তব্য = গম্ + তব্য

গবাক্ষ = গো + অক্ষ

গবাদি = গো + আদি

গবালয় = গো + আলয়

গবেন্দ্র = গো + ইন্দ্র

গবেষণা = গো + এষণা

গায়ক = গৈ + অক

গিরীন্দ্র = ঘিরি + ইন্দ্র

গিরীশ = গিরি + ঈশ

গোষ্পদ = গো + পদ

গ্রন্থাগার = গ্রন্থ + আগার

গ্রামাঞ্চল = গ্রাম + অঞ্চল


'চ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


চঞ্চলোর্মি = চঞ্চল + উর্মি

চতুষ্কোন = চতুঃ + কোন

চতুষ্পদ = চতুঃ + পদ

চরণাশ্রিত = চরণ + আশ্রিত

চরাচর = চর + অচর

চলোর্মি  = চল + ঊর্মি

চিত্তেীদার্য = চিত্ত + ঔদার্য

চিত্তৈশ্বর্য = চিত্ত + ঐশ্বর্য

চিন্ময় = চিৎ + ময়


'ছ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


ছন্দোবদ্ধ = ছন্দঃ + বদ্ধ




'জ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


জগজ্জননী = জগৎ + জননী

জগন্নাথ = জগৎ + নাথ

জনাদেশ = জন + আদেশ

জনৈক = জন + এক

জলাশয় = জল + আশয়

জলৌকা = জল + ওকা


'ণ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ

ণিজন্ত = ণিচ্ + অন্ত




'ত' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


তচ্ছবি = তদ + ছবি

তজ্জন্য = তদ্ + জন্য

তট্টীকা = তদ্ + টীকা

তৎপর = তদ্ + পর

তথৈব = তথা + এব

তথৈবচ = তথা + এবচ

তদন্ত = তৎ + অন্ত

তদ্ধিত = তদ্ + হিত

তদ্রূপ = তদ্রূপ

তন্দ্রাচ্ছন্ন = তন্দ্রা + আচ্ছন্ন

তন্বী = তনু + ঈ

তরুচ্ছায়া = তরু + ছায়া

তস্কর = তদ্ + কর

তিরস্কার = তিরঃ + কার

তৃয়ার্ত = তৃয়া + ঋত



'দ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


দংশন = দন্ + শন

দশানন = দশ + আনন

দিগন্ত = দিক্ + অন্ত

দিগ্‌গজ = দিক্ + গজ

দিপতি = দিক্ + পতি

দিল্লীশ্বর = দিল্লি + ঈশ্বর

দুঃখার্ত = দুঃখ + ঋত

দুরন্ত = দুরঃ + অন্ত

দুর্গোৎসব = দুর্গা + উৎসব

দুর্যোগ = দুঃ + যোগ

দুর্লোভ = দুঃ + লোভ

দুষ্কুতি = দঃ + কৃতি

দূরাগত = দূর + আগত

দেবর্ষি = দেব + ঋষি

দেবালয় = দেব + আলয়

দেবেন্দ্র = দেব + ইন্দ্র

দেবেশ = দেব + ঈশ

দ্যুলোক = দিব্ + লোক

দ্রাবক = দ্রৌ + অক



'ধ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


ধনাঢ্য = ধন + আঢ্য

ধনুর্বাণ = ধনুঃ + বাণ

ধনুষ্টংকার = ধনুঃ + টঙ্কার

ধনুষ্পাণি = ধনুঃ + পাণি

ধীরোদাত্ত = ধীর + উদাত্ত

ধ্বন্যাগম = ধ্বনি + আগম




'ন' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


নগেন্দ্র = নগ + ইন্দ্র

নদ্যম্বু = নদী + অম্বু

নবান্ন = নব + অন্ন

নবোঢ়া  = নব/নবা + ঊঢ়া

নয়ন = নে + অন

নরেন্দ্র = নর + ইন্দ্র

নরেশ = নর + ঈশ

নাবিক = নৌ + ইক

নায়ক = নৈ + অক

নিন্দুক = নিন্দা + উক

নিরন্ন  = নিঃ + অন্ন

নিরবধি = নিঃ + অবধি

নিরস্ত্র  = নিঃ + অস্ত্র

নির্জন = নিঃ + জন

নিশ্চিত = নিঃ + চিত

নিষ্কর  = নিঃ + কর

নিষ্ঠান্ত = নিষ্ঠা + অন্ত

নিষ্পাপ = নিঃ + পাপ

নীরক্ত = নিঃ + রক্ত

নীরব = নিঃ + রব

নীরস = নিঃ + রস

নীলাম্বর = নীল + অম্বর

নীলোৎপল = নীল + উৎপল




'ভ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


ভবন = ভো + অন

ভবেশ = ভব + ঈশ

ভয়ংকর = ভয়ম্ + কর

ভয়ার্ত = ভয় + ঋত

ভাবুক = ভৌ + উক

ভাষান্তর = ভাষা + অন্তর

ভাস্কর = ভাঃ + কর

ভূর্ধ্ব = ভূ + উর্ধ্ব

ভ্বাদি = ভু + আদি

ভ্রাতুষ্পুত্র = ভ্রাতুঃ + পুত্র


'প' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


পতঞ্জলি = পতৎ + অঞ্জলি

পদানত = পদ + আনত

পদোন্নতি = পদ + উন্নতি

পদ্মাসন = পদ্ম + আসন

পবন = পো + অন

পবিত্র = পো + ইত্র

পয়ঃপ্রণালী = পয়ঃ + প্রণালী

পরন্তপ = পরম্ + তপ

পরমৈশ্বর্য = পরম + ঐশ্বর্য

পরমৌষধ = পরম + ঔষধ

পরস্পর = পর + পর

পরাধীন = পর + অধীন

পরিচ্ছেদ = পরি + ছেদ

পরিষ্কার = পরি + কার

পরিষ্কৃত = পরি + কৃত

পরীক্ষা = পরি + ঈক্ষা

পরোপকার = পর + উপকার

পর্বতোর্ধ্বে = পর্বত + ঊর্ধ্বে

পর্যটক = পরি + অটক

পর্যটন = পরি + অটন

পর্যন্ত = পরি + অন্ত

পর্যবেক্ষণ = পরি + অবেক্ষণ

পর্যাপ্ত = পরি + আপ্ত

পর্যালোচনা = পরি + আলোচনা

পশ্বাচার = পশু + আচার

পশ্বাধম = পশু + অধম

পাবক = পৌ + অক

পিত্রনুমতি = পিতৃ + অনুমতি

পিত্রাদেশ =  পিতৃ + আদেশ

পিত্রালয় = পিতৃ + আলয়

পিপাসার্ত = পিপাসা + ঋত

পুংশ্চাতক = পুম্ + চাতক

পুংস্কোকিল = পুম্ + কোকিল

পুনরপি = পুনঃ + অপি

পুনর্জন্ম = পুনঃ + জন্ম

পুনর্বার = পুনঃ + বার

পুন্নাম = পুৎ + নাম

পুরস্কার = পুরঃ + কার

পুষ্পোদ্যান = পুষ্প + উদ্যান

পুস্পাঞ্জলি = পুষ্প + অঞ্জলি

পূজাবকাশ = পূজা + অবকাশ

পূজার্চনা = পূজা + অর্চনা

পূর্ণেন্দু = পূর্ণ + ইন্দু

পূর্বোক্ত = পূর্ব + উক্ত

পৃথ্বীশ = পৃথ্বী + ঈশ

প্রচ্ছদ = প্র + ছদ

প্রতিচ্ছবি = প্রতি + ছবি

প্রতিজ্ঞাবদ্ধ = প্রতিজ্ঞা + আবদ্ধ

প্রতিষ্ঠা  = প্রতি + স্থা

প্রতীক্ষা = প্রতি + ঈক্ষা

প্রতীতি = প্রতি + ইতি

প্রত্যহ = প্রতি + অহ

প্রত্যাখ্যান = প্রতি + আখ্যান

প্রত্যাগমন = প্রতি + আগমন

প্রত্যাবর্তন = প্রতি + আবর্তন

প্রত্যাশা = প্রতি + আশা

প্রত্যাহৃত = প্রতি + আহৃত

প্রত্যুৎপন্ন = প্রতি + উৎপন্ন

প্রত্যুত্তর = প্রতি + উত্তর

প্রত্যুপকার = প্রতি + উপকার

প্রত্যুষ = প্রতি + ঊষ

প্রত্যেক = প্রতি + এক

প্রশ্নোত্তর = প্রশ্ন + উত্তর

প্রাণাধিক = প্রাণ + অধিক

প্রাদি = প্র + আদি

প্রাদুর্ভাব = প্রাদুঃ + ভাব

প্রার্থী = প্র + অর্থী

প্রৌঢ় = প্র + ঊঢ়



'ব' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


বটচ্ছায়া = বট + ছায়া

বধূৎসব = বধূ + উৎসব

বধূদয় = বধু + উদয়

বনস্পতি = বন + পতি

বনৌষধি = বন + ওষধি

বর্ণানুক্রমিক = বর্ণ + অনুক্রমিক

বলেন্দ্র = বল + ইন্দ্র

বহিষ্কৃত = বহিঃ + কৃত

বহ্বারম্ভ = বহু + আরম্ভ

বাগাড়ম্বর = বাক্ + আড়ম্বর

বাঙ্ময় = বাক্ + ময়

বাচস্পতি = বাচঃ + পতি

বারংবার = বারম্ + বার

বিচ্ছেদ = বি + ছেদ

বিছিন্ন = বি + ছিন্ন

বিত্তৈশ্বর্য = বিত্ত + ঐশ্বর্য

বিদ্যাভ্যাস = বিদ্যা + অভ্যাস

বিদ্যার্জন = বিদ্যা + অর্জন

বিদ্যার্থী = বিদ্যা + অর্থী

বিদ্যালয় = বিদ্যা + আলয়

বিন্ধ্যাচল = বিন্ধ্য + অচল

বিপৎপাত = বিপৎ + পাত

বিপ্রর্ষি = বিপ্র + ঋষি

বিবেকানন্দ = বিবেক + আনন্দ

বৃংহতি = বৃণ্ + হতি

বৃক্ষছায়া = বৃক্ষ + ছায়া

বৃষ্টি = বৃষ্ + তি

বৃহল্লাঙ্গুল = বৃহৎ + লাঙ্গুল

বৃহস্পতি = বৃহৎ + পতি

বেত্রাঘাত = বেত্র + আঘাত

বেদনার্ত = বেদনা + ঋত

বেদান্ত = বেদ + অন্ত

ব্যঞ্জন = বি + অঞ্জন

ব্যবধান = বি + অবধান

ব্যবহিত = বি + অবহিত

ব্যর্থ  = বি + অর্থ

ব্যাকুল = বি + আকুল


'ম' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


মতৈক্য = মত + ঐক্য

মনঃকষ্ট = মনঃ + কষ্ট

মনঃক্ষুণ্ণ = মনঃ + ক্ষুণ্ন

মনশ্চক্ষু = মনঃ + চক্ষু

মনশ্চালিত = মনঃ + চালিত

মনীষা = মনস + ঈষা

মনোজ = মনঃ + জ

মনোতোষ = মনঃ + তোষ

মনোভীষ্ট = মনঃ + অভীষ্ট

মনোমোহন = মনঃ + মোহন

মনোযোগ = মনঃ + যোগ

মনোহর = মনঃ + হর

মনোহারী = মনঃ + হারী

মন্বন্তর = মনু + অন্তর

মরূদ্যান = মরু + উদ্যান

মস্যাধার = মসী + আধার

মহদ্ভয় = মহৎ + ভয়

মহর্ষি = মহা + ঋষি

মহাকাশ = মহা + আকাশ

মহার্ঘ = মহা + অর্ঘ

মহাশয় = মহা + আশয়

মহাের্মি = মহা + উর্মি

মহীন্দ্র = মহী + ঈন্দ্র

মহীশ্বর = মহী + ঈশ্বর

মহেন্দ্র = মহা + ইন্দ্র

মহেশ্বর = মহা + ঈশ্বর

মহৈরাবত = মহা + ঐরাবত

মহৈশ্বর্য = মহা + ঐশ্বর্য

মহোৎসব = মহা + উৎসব

মহোদয় = মহা + উদয়

মহোপকার = মহা + উপকার

মহৌৎসুক্য = মহা + ঔৎসুক্য

মহৌদার্য = মহা + ঔদার্য

মহৌষধি = মহা + ওষধি

মাত্রাদেশ = মাতৃ + আদেশ

মিতালি = মিতা + আলি

মুখচ্ছবি = মুখ + ছবি

মৃচ্ছকটিকা = মৃৎ + শকটিকা

মৃত্যুঞ্জয় = মৃত্যুম্ + জয়

মৃত্যুত্তীর্ণ = মৃত্যু + উত্তীর্ণ



'য' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


যতীন্দ্র = যতী + ইন্দ্র

যতীশ = যতী + ঈশ

যথােচিত = যথা + উচিত

যথেষ্ট = যথা + ইষ্ট

যথোপযুক্ত = যথা + উপযুক্ত

যদ্যপি = যদি + অপি

যাবজ্জীবন = যাবৎ + জীবন

যুগর্ষি = যুগ + ঋষি


'র' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


রক্তাক্ত = রক্ত + অক্ত

রত্নাকর = রত্ন + আকর

রথীন্দ্র = রথী + ইন্দ্র

রবীন্দ্র = রবি + ইন্দ্র

রমেশ = রমা + ঈশ

রসনেন্দ্রিয় = রসনা + ইন্দ্রিয়

রাজর্ষি = রাজা + ঋষি

রাজর্ষি  = রাজ + ঋষি

রাজ্ঞী = রাজ্ + নী

রাজ্যেশ্বর = রাজ্য + ঈশ্বর


'ল' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


লক্ষ্মীশ = লক্ষ্মী + ঈশ

লঘুর্মি = লঘু + উর্মি

লবণ = লো + অন

শচীন্দ্র = শচী + ইন্দ্র

শচীশ = শচী + ঈশ

শয়ন = শে + অন

শরচ্ছন্দ্র = শরৎ + চন্দ্র


'শ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


শোকাবেগ = শোক + আবেগ

শোকার্ত = শোক + ঋত

শিক্ষানুরাগ = শিক্ষা + অনুরাগ

শিক্ষায়তন = শিক্ষা + আয়তন

শিরঃপীড়া = শিরঃ + পীড়া

শিরশ্ছেদ = শিরঃ + ছেদ

শিরস্ত্রাণ = শিরঃ + ত্রাণ

শীতার্ত = শীত + ঋত

শ্রেয়স্কর = শ্রেয়ঃ + করনা


'ষ' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


ষন্নবতি = ষট্ + নবতি

ষষ্ঠ = ষষ + থ

ষষ্ঠ = ষষ্ + থ

ষোড়শ = ষট্ + দশ





'স' যুক্ত শব্দের সন্ধি বিচ্ছেদ


সংকীর্ণ = সম্ + কীর্ণ

সংগঠন = সম্ + গঠন

সংগীত = সম্ + গীত

সংঘাত = সম্ + ঘাত

সংবরণ = সম্ + বরণ

সংবাদ = সম্ + বাদ

সংযোগ = সম্ + যোগ

সংযোজন = সম্ + যোজন

সংশয় = সম্ + শয়

সংশোধন = সম্ + শোধন

সংসর্গ = সম্ + সর্গ

সংস্কার = সম্ + কার

সংস্কৃত = সম্ + কৃত

সংস্কৃতি = সম্ + কৃতি

সচ্চরিত্র = সৎ + চরিত্র

সঞ্চয় = সম্ + চয়

সদানন্দ = সৎ + আনন্দ

সদুত্তর  = সৎ + উত্তর

সদুপায় = সৎ + উপায়

সদৈব = সদা + এব

সন্দর্ভ = সম্ + দর্ভ

সন্দর্শন  = সম্ + দর্শন

সন্ধান = সম্ + ধান

সন্ধি = সম্ + ধি

সন্ধ্যারতি = সন্ধ্যা + আরতি

সপ্তর্ষি = সপ্ত + ঋষি

সময়ােপযােগী = সময় + উপযােগী

সম্মান = সম্ + মান

সরযূর্মি = সরযু + উর্মি

সরস্বতী = সরস্ + বতী

সর্বংসহা = সর্বম্ + সহা

সর্বৈব = সর্ব + এব

সর্বোচ্চ = সর্ব + উচ্চ

সর্বোত্তম = সর্ব + উত্তম

সহ্যাদ্রি = সহ্য + অদ্রি

সাবধান =  স + অবধান

সিংহ = হিন্স্ + অ

সিংহাসন = সিংহ + আসন

সুধীন্দ্র = সুধী + ইন্দ্র

সুধেন্দু = সুধা + ইন্দু

সুবন্ত = সুপ্ + অন্ত

সূক্ত = সু + উক্ত

সূর্যোদয় = সূর্য + উদয়

স্নাতকোত্তর = স্নাতক + উত্তর

স্নেহাশিস = স্নেহ + আশিস

স্বচ্ছ = সু + অচ্ছ

স্বচ্ছন্দে = স্ব + ছন্দে

স্বয়ংবরা = স্বয়ম্ + বরা

স্বল্প = সু + অল্প

স্বস্তি  = সু + অস্তি

স্বাগত  = সু + আগত

স্বাধীন = স্ব + অধীন

স্বেচ্ছা = স্ব + ইচ্ছা

স্বৈর = স্ব + ঈর 

স্রষ্টা = স্রষ্ + তা





উপরে দেয়া সন্ধি-বিচ্ছেদে আপনার খোঁজা সন্ধিটি না পেলে,  বা এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা সাদরে গ্রহণ করবো।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad