দোওয়া কবুল হওয়ার সময়
দোওয়া কবুল হওয়ার সময় |
সব সময় আল্লাহ পাকের দরবারে দোওয়া কবুল হয় না। দোওয়া কবুল হওয়ার জন্য বিশেষ কিছু সময় রয়েছে তখন দোওয়া করলে আল্লাহ পাক কবুল করেন।
১। তাহাজ্জুদ নামাজের সময় দোয়া করলে দোওয়া কবুল হয়।
২।বৃষ্টির সময় দোওয়া করলে দোয়া কবুল হয়।
৩। শুক্রবার আছর নামাজের সময় দোওয়া করলে দোয়া কবুল হয়।
৪।আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোওয়া করলে দোয়া কবুল হয়।
তবে দোয়া কবুলের কতিপয় কিছু শর্ত রয়েছে যেমন হালাল রুজি ভক্ষন করা তাই সেদিকে খেয়াল রাখা উচিত।
good article and lots of information as well
ReplyDelete