তুলশি পাতার প্রধান ৫ টি উপকারিতা ।
তুলশি পাতার উপকারিতা |
প্রিয় পাঠক আজকে আপনাদের মাঝে শেয়ার করবো তুলশি পাতার প্রধান ৫ টি উপকারিতা বা তুলশি গাছের উপকারিতা ও তুলশি গাছের গুনাগুণ সম্পর্কে।
তুলশি পাতার ব্যাবহারঃ
১।দাদ রোগে তুলশি পাতার বেটে দাদ স্থানে লাগালে দাদ সেরে যায়।
২।ঘামাচি ও চুলকানির জন্য তুলশির পাতার রস ও দূর্বার রস লাগালে উপকার হয়।
৩।বীর্য গাঢ় করার জন্য তুলশি পাতার কাথ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৪। শিশুদের সর্দির জন্য তুলশি পাতার রস দশ ফোটা মধু মিশিয়ে খাওয়ালে সর্দি কাশি ভালো হয়।
৫।ধ্বজভঙ্গ রোগের জন্য তুলশি গাছের শিকড় পানের সাথে খেলে ধ্বজভঙ্গ রোগ ভালো হয়।