আদার উপকারিতা। আদার শুঠের উপকারিতা

 আদার শুঠ কি। আদার শুঠের উপকারিতা।

আদার শুঠের উপকারিতা 



আদরক হিন্দি শব্দ আমরা বাংলা ভাষায় আদা বলি এবং আদরক এর চাইতে আদা ই বেশি সবার কাছে বেশি পরিচিত এবং একটা প্রশ্ন অনেকের মনে জাগে যে শুঠ কি বা আদার শুঠ কি? আসলে আদাকে শুকালে যে শুঠ তৈরি হয় তাকেই আদার শুঠ বলে। এই শুঠ কে হিন্দি ভাষায় শুন্ঠি বলে।

আদার গুনাগুণ ও উপকারিতাঃ

* বাতের সমস্যা ভালো কাজ করে

* রুক্ষ মেজাজ ভালো করে।

* কফ নাশ করে।

* কুষ্ঠ রোগ ভালো করে।

* মূত্র কুচ্ছতা দূর করে।

* পান্ডু রোগ বা কামলা বা জন্ডিস ভালো করে।

* রক্তপিত্ত নাশ করে।

* জ্বর যুক্ত ব্রনে ভালো কাজ করে।

আদার শুঠের উপকারিতাঃ

* আদার শুঠ গলার স্বর ভালো করে।

* আদার শুঠ শরীরের বল শক্তি বৃদ্ধি করে।

* পেটের গ্যাস দূর করে।

* পেটের বায়ু নিঃসরণ করে।

*  মল রোধ করে।

* আইবিএস এর সমস্যা ভালো করে।

* খাবারের রুচি বৃদ্ধি করে।

এছাড়াও আদার শুঠ বাত রোগের উপকার করে,উদর রোগ বা পেটের রোগ নাশ করে, অর্শ রোগের ঔষধ হিসেবে ভালো কাজ করে,শোথ রোগে অনেক উপকারী,হৃদ রোগের চিকিৎসা ব্যাবহৃত হয়,শাষ কাশে ভালো উপকার হয়,বমিতে আদার শুঠ ভালো কাজ করে,আমবাতে আদার শুঠ ভালো কাজ করে।

আদা পুরুষ দের জন্য উপকারিতা অনেক রয়েছে যেমন পুরুষের বল বীর্য বৃদ্ধি করে ও যৌন শক্তি বৃদ্ধি করে।তাই সহবাসের আগে আদা খেলে এসম্পর্কিত অনেক উপকার হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad