কৃষি মন্ত্রণালয়ে একাধিক পদে চাকরি ২০২৩। (সরকারি চাকরি)
সম্প্রতি কৃষি মন্ত্রণালয় জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি রাজস্ব খাতের ৬ ক্যাটাগড়ির মোট ৩৫ জনকে নিয়োগ দিবে।
★ পদের নামঃ সরেজমিনে তদন্তকারী
পদসংখ্যাঃ ৫
গ্রেডঃ ১২
বেতন স্কেলঃ ১১৩০০-২৭৩০০ টাকা।
★ পদের নামঃ অফিস সহায়ক
পদসংখ্যাঃ ১৪
গ্রেডঃ২০
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০ টাকা।
★ পদের নামঃ ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যাঃ১
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০ টাকা।
★ পদের নামঃ অফিস সহকারী কাম অপারেটর মুদ্রাক্ষরিক
পদসংখ্যাঃ ৩
গ্রেডঃ ১৬
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যাঃ ৬
গ্রেডঃ ১৩
বেতন স্কেলঃ ১১০০০- ২৬৫৯০
★ পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যাঃ ৭
গ্রেডঃ ১৩
বেতন স্কেলঃ ১১০০০- ২৬৫৯০
বয়সসীমাঃ ১০ অক্টোবর ২০২৩ থেকে আবেদনকারীর ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে।তবে কোটায় সর্বোচ্চ ৩২ বছর।
যেভাবে আবেদন করবেনঃ আগ্রহী প্রার্থীরা http://moa.teletalk.com.bd/ আবেদন করতে পারবে।
আবেদনের মেয়াদঃ আবেদনের মেয়াদ চলবে ৩০ আগষ্ট শুরু হয়ে চলবে ১০ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত।