Heart palpitations symptoms and treatment
Heart palpitations symptom |
বুক ধরপর করা মানে হৃদস্পন্দন বেড়ে যাওয়াকে বলে ।আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো হার্ট আর এই হার্টের স্পন্দন বাড়লেই বুক ধরপর করে। যা ইংরেজি তে বলা হয় palpitation তবে ইহা সচরাচর অন্য রোগের কারনে হয়ে থাকে তাই আসুন জেনে নেই কি কি কারণে এই heart palpitations হয়ে থাকে। |
Health palpitations symptoms
১। মানসিক চাপ থাকলে হৃদস্পন্দন বাড়ে।
২। অজীর্ণতা বা হজমের সমস্যা গ্যাসের সমস্যা কারনে হার্ট পালপিটিশন হয়।
৩। মৃত্যুর খবর বা ভয় ভীতির সংবাদ পেলে হৃদস্পন্দন বেড়ে যায়
৪। স্নায়বিক দুর্বলতার কারণে হার্টের সমস্যা হয়
৫।অতিরিক্ত পরিশ্রম করার কারনে বা কায়িক শ্রম না করলেও এই সমস্যা হতে পারে।
৬। শরীরের ওপর অত্যাচার করলে এই রোগ হতে পারে।
Heart palpitations treatment
১। অল্পতেই যাদের বুক ধরপর করে তাদের জন্য বিছুটির মূল দরকারি হয়ে থাকে।৫-৬ গ্ৰাম বিছুটির মূল ২ কাপ পানিতে সেদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে নিতে হবে এবং ভাল করে ছেঁকে নিতে হবে। এবং তা রোগিকে পান করতে হবে এভাবে কয়েক দিন খেলে ইনশাআল্লাহ বুক ধড়ফড়ানি সেরে যাবে।
২। পেঁপের পাতা হার্ট শক্তিশালী করে। সামান্য কারণে যাদের বুক ধরফর করে তারা সামান্য কিছু পেপের পাতা ধুয়ে তা সামান্য কিছু পানি দিয়ে জ্বাল দিতে এটাকে কবিরাজি ভাষায় আমরা ক্বাথ বলি অল্প একটু জ্বাল দেয়ার পর তা নামিয়ে সামান্য পরিমাণ মত পান করতে হবে এতে হার্ট শক্তিশালী হবে এবং বুক ধরফরানি সেরে যাবে।
৩। চিরচিটা গাছ, কেউ বা বিলাই খামচি বলে, কেউবা আপাং বা লটজিরা বলে এই গাছের শিকড় তুলে এনে তা ভাল করে ধুয়ে নিতে হবে তারপর তা পানিতে দিয়ে আগুনে জাল দিতে হবে তারপর কাথ প্রস্তুত হয়ে গেলে তা নামিয়ে সামান্য পরিমাণ মত পান করুন ইনশাআল্লাহ বুক ধরফরানি সেরে যাবে।
৪। যাদের ব্লাড প্রেসার এবং প্রেসার কমে না প্রেসার বাড়লেই বুক ধরপর শুরু হয়ে যায় তা হলে ১-২ কোয়া কাঁচা রসুন টুকরো টুকরো করে পানি দিয়ে গিলে খাবেন।
এতে আপনার প্রেসার কমবে এবং প্রেসার কমলেই বুক ধরফরানি এমনিতে কমে যাবে। হঠাৎ প্রেসার বাড়লে এটি করতে পারেন ভালো ফলাফল পাবেন।
তাছাড়া আপনার বুক ধরফরানি দুর করার জন্য হোমিওপ্যাথি এই ঔষধটি ব্যবহার করতে পারেন।
ঔষধের নাম-ডিজিটিলিস ৩০
এছাড়াও একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতে চিকিৎসা নিন সুস্থ থাকুন ধন্যবাদ।