মুখের স্বাদের মাধ্যমে রোগ সনাক্ত করার উপায়।
রোগ সনাক্ত করার উপায় |
প্রিয় সুধি আজকে আপনাদের জানাবো কিভাবে মুখের স্বাদের মাধ্যমে আপনার শরীরের রোগ সনাক্ত পারবেন সে বিষয়ের উপর।রোগ পরিক্ষা করার জন্য আমরা ডাঃ এর কাছে যাই আর ডাঃ আমাদের রক্ত পরীক্ষা, ইসিজি,আল্ট্রাসনোগ্ৰাম,এক্সরে, বায়োপসি,ক্লোনস্কপি,এন্ডোস্কপি ইত্যাদি টেষ্ট করতে দেয় এবং এভাবে রোগ সনাক্ত করে।
কিন্তু প্রাচিন কালে এসব মেশিন ছিল না তাই তারা মুখের রসের স্বাদ অনুযায়ী রোগ ধরতে পেতো তাই একটি পুরাতন আয়ুর্বেদিক চিকিৎসা বই থেকে আপনাদের মাঝে এই হেলথ টিপস টি শেয়ার করবো।
১। আপনার যদি মুখের স্বাদ বা মুখের রস লবনাক্ত হয় তাহলে বুঝতে হবে অজীর্ণ রোগ,বা হজমের সমস্যা বা গ্যাসের সমস্যা হয়ে বায়ু ত্যাগ হয় ।এক কথায় পেটের গোলযোগের কারণে এরকম হয়।
২। আপনার যদি মুখের রস বা মুখের স্বাদ তিক্ত মত হয় তাহলে বুঝতে হবে আপনার পিত্ত কুপিত হয়েছে।
৩। আপনার যদি মুখের রস বা মুখের সাদ মিষ্টির মত হয় তাহলে তাহলে বুঝতে হবে কফ দ্বারা কুপিত হয়েছে।