BCC Job Circular 2023 - বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ চাকরির প্রস্তুতির জন্য আপনাকে কিছু তথ্য জানতে হবে তা হল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসিপরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি কার্যাবলি মূলত কি? 

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে  এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন।Bangladesh Computer Council BCC Job Circular 2023 


বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ বিবরন

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল
বিজ্ঞপ্তি প্রকাশঃ ২৪ জুলাই ২০২৩
প্রকাশ সূত্রঃঅফিশিয়াল ওয়েবসাইট ও বাংলাদেশ প্রতিদিন
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ৪টি
শূন্যপদঃ২৫টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইন
আবেদন শুরু করার তারিখঃশুরু হয়েছে
আবেদনের শেষ তারিখঃ২৪ আগস্ট ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে দেখু
আবেদন করার লিংকঃ   বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযাই শূন্যপদের বিস্তারিত তথ্য তুলে ধরা হলোঃ

(০১) পদের নাম: (ক) সহকারী প্রোগ্রামার

(খ) সহকারী ডেভেলপার

(গ) কো-অর্ডিনেটর (সার্ভিস রিলেশনসিপ)

(ঘ) কো-অর্ডিনেটর (আইসিটি কোর্স)

(ঙ) কো-অর্ডিনেটর (আইটিইএস কোর্স)

(চ) সহকারী প্রশিক্ষক

পদ সংখ্যাঃ ১৩টি 

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ  (গ্রেড-৯) ১২২০০০-৫৩০৬০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

১। শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।

২। সংশ্লিষ্ট বিষয়ে স্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্টে উত্তীর্ণ। Bangladesh Computer Council BCC Job Circular 2023

(০২) পদের নাম: (ক) অ্যাসোসিয়েট (BCP-DR)

(খ) অ্যাসোসিয়েট (পরিকল্পনা)

(গ) অ্যাসোসিয়েট (অডিট কমপ্লায়েন্স)

(ঘ) অ্যাসোসিয়েট (কনটেন্ট ব্যবস্থাপনা)

(ঙ) অ্যাসোসিয়েট (হেল্প ডেস্ক)

(চ) অ্যাসোসিয়েট (প্রশিক্ষক পুল ব্যবস্থাপনা)

(ছ) সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

(জ) সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার

(ঝ) সহকারী ইঞ্জিনিয়ার (ফ্যাসিলিটিজ অপারেশন)

পদ সংখ্যাঃ ১০টি 

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ  (গ্রেড-৯) ১২২০০০-৫৩০৬০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

১। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।

২। সংশ্লিষ্ট বিষয়ে স্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্টে উত্তীর্ণ। Bangladesh Computer Council BCC Job Circular 2023

(০৩) পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

পদ সংখ্যাঃ ১টি 

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ  (গ্রেড-১০) ১৬০০০-৩৮৬৪০/ 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

১। কোনো স্বীকৃত বোর্ড হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা।

২। কম্পিউটার চালনায় দক্ষতা। Bangladesh Computer Council BCC Job Circular 2023

(০৪) পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)

পদ সংখ্যাঃ ১টি 

বয়সঃ অনূর্ধ্ব ৩০ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ  (গ্রেড-১০) ১৬০০০-৩৮৬৪০/ 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

১। কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা।

২। কম্পিউটার চালনায় দক্ষতা। Bangladesh Computer Council BCC Job Circular 2023

Bangladesh Computer Council BCC Job Circular 2023

আবেদনের নিয়মাবলি ও শর্তাবলি 

১। সকল প্রার্থীকে অনলাইনে https://erecruitment.bcc.gov.bd সাইটের মাধ্যমে আবেদন করতে হবে ।

২। একই ক্রমিকের যেকোনো একটি পদে আবেদন করিলে, উক্ত ক্রমিক নম্বরের সকল পদে আবেদন করা হইয়াছে মর্মে বিবেচিত হইবে।

আবেদনের সময়সীমা 

২৪ আগস্ট, ২০২৩ তারিখ রাত ১১:৫৯ মিঃ এর মধ্যে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হইবে না।

আবেদনের বয়সসীমা

বর্ণিত পদসমূহের জন্য ০১ জুলাই, ২০২৩খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর হইতে হইবে। তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

কর্মরত প্রার্থীর আবেদন

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করিতে হইবে। মৌখিক পরীক্ষা গ্রহণকালে উক্ত কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করিতে হইবে। Bangladesh Computer Council BCC Job Circular 2023

পরীক্ষার ফি জমা

পরীক্ষার ফি বাবদ সংশ্লিষ্ট ব্যাংকের সার্ভিস চার্জসহ ক্রমিক ০১নং ও ০২নং পদের প্রার্থীদের ৬১২(ছয়শত বার) টাকা এবং ক্রমিক ০৩নং ও ০৪নং পদের প্রার্থীদের ৫১২(পাঁচশত বার) টাকা DBBL Mobile Banking / bKash / Nagad-এর মাধ্যমে অনলাইনে (বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে) পরিশোধ করিতে হইবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময় যে সকল সনদ দাখিল করতে হবে। 

(ক) জাতীয় পরিচয়পত্র

 (খ) নাগরিকত্ব সনদপত্র

 (গ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি

 (ঘ) প্রবেশপত্রের ফটোকপি

 (ঙ) আবেদনের প্রিন্ট কপি 

 (চ) ০৩(তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি ও 

 (ছ) শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সনদপত্র ও 

 (জ) কম্পিউটার প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্র দাখিল করিতে হইবে। 

কর্তৃপক্ষের নির্দেশনা

১। gad-এর মাধ্যমে অনলাইনে (বিস্তারিত অনলাইন ফর্মে পাওয়া যাবে) পরিশোধ করিতে হইবে।

২। নিয়োগের ক্ষেত্রে বিসিসির চাকুরি প্রবিধানমালা ও প্রযোজ্য ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করা হইবে।

৩।  ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।

৪।কোনো কারণ উল্লেখ ছাড়াই এই নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নির্দিষ্ট কোনো পদে নিয়োগ নিয়োগকারী কর্তৃপক্ষ বাতিল করিতে পারিবে। এছাড়া নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করিতে পারিবে।

৫। নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

যোগাযোগ/হেল্পলাইন

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

ই-১৪/এক্স, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা-১২০৭

ই-মেইল: bccinfo@bcc.gov.bd

টেলিফোন: 88-02-55006848

ফ্যাক্স: 88-02-55006791

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আবেদনের শেষ তারিখঃ ২৪ আগস্ট ২০২৩

আবেদনের লিংকঃ  https://erecruitment.bcc.gov.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন


বিসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, Bangladesh Computer Council BCC Job Circular 2023

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad