মৃত্যুর লক্ষণ।কি কি লক্ষণ দেখা দিলে মৃত্যু হতে পারে।
মৃত্যুর লক্ষণ |
আজকে আপনাদের জানিয়ে দেবোই কি কি লক্ষণ দেখা দিলে একজন অসুস্থ রোগির মৃত্যু হতে পারে। সাধারণত রোগি যখন মৃত্যুর দিকে এগিয়ে যায় তখন এসব লক্ষণ দেখা দিতে পারে।
১।রোগির গলার স্বর পরিবর্তন ও ক্ষীন হয়ে যায়।
২।রোগির হাত পা ও নিঃশ্বাস শীতল হয়ে যায়।
৩।কপালের শিরাগুলো ফুলে ওঠে।
৪। দাঁতের সাদা বর্ণ ও পরিবর্তন হতে পারে
তবে হার্টফেল ও দুর্ঘটনায় মৃত ব্যক্তির হঠাৎ আসে বলে কোন লক্ষন দেখা যায় না।