বায়আত কি। বায়আত গ্ৰহন করার বিধান কি
বায়আত গ্ৰহন করার বিধান |
বায়আত মানে হলো শপথ। সাহাবায়ে কেরাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে বায়আত গ্ৰহন করেছেন। শুধু পুরুষ মানুষ নয় বরং মহিলা ও বায়আত গ্ৰহন করেছেন এটা কোরআন এ স্পষ্ট উল্লেখ রয়েছে।
১। ইসলাম গ্ৰহন কালিন বায়আত
২।পরহেযগার রশিকে দৃর করার বায়আত
৩।জিহাদে অটুট থাকার বায়আত।
বায়আত এ রেদওয়ান তো সুপ্রসিদ্ধ।কাজেই বায়আত সুন্নত এটা অস্বীকার করার সুযোগ নেই।কামেল পীরের মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নূরের সাথে সম্পৃক্ত হয়ে রাসুলের প্রেম ও আল্লাহর পরিচয় লাভের উদ্দেশ্যে বায়আত গ্ৰহন ওয়াজিব ও কেউ কেউ বায়আত ফরজ বলে থাকে এটা অনেক বুজুর্গানের অভিমত।
খোদায়ি বিধান অনুযায়ী ইলম অর্জন ফরজ হওয়ার কারণে বাতেনী এলেম অর্জন করার জন্য বায়আত ফরজ হয়ে যায়।
তাছাড়া আমাদের পূর্বপুরুষ গন এই তরিকা পন্থি অলীদের মাধ্যমে ইসলামে দীক্ষিত হয়েছেন।কাজেই তরিকা বা বায়আত গ্ৰহন অস্বীকার কারী বদ নসিব ও বটে।