সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করবেন? How to start preparing for government jobs?

 সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করবেন? How to start preparing for government jobs?


সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করবেন? How to start preparing for government jobs?  প্রাতিষ্ঠানিক পরীক্ষা আর সরকারি চাকরির পরীক্ষা কখনোই এক নয়। চাকরির পরীক্ষায় অনেক কিছুই এলোমেলো হয়ে যায়। জানা বিষয়ও তখন অজানা মনে হয়। তাই সরকারী চাকরির প্রস্তুতিটা একটু ভালভাবেই নিতে হবে। কারণ প্রাতিষ্ঠানিক পরীক্ষা যদি আপনি দুয়েক নাম্বার কম পান তাহলেও আপনি হয়ত First Class পাবেন। কিন্তু চাকরির পরীক্ষায় আপনাকে দুই এক নাম্বারের জন্যই চাকরিটা হবেনা পা চাকরির পরীক্ষায় আপনি পাশই করবেন না। তাই কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি শুরু করবেন। তা নিচে আলোচনা করার চেষ্টা করবো।


সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করবেন? How to start preparing for government jobs?



সরকারি চাকরির পরীক্ষায় সাধারণত ৪ ক্যাটাগরি থেকে প্রশ্ন করা হয়ে থাকে। যেমন: বাংলা-Bangla, ইংরেজি-English, গণিত-Mathmatics ও সাধারণ জ্ঞান- General Knowledge । এছাড়াও তথ্য প্রযুক্তির উপর মাঝে মাঝে প্রশ্ন করা হয়ে থাকে। সেটাও সাধারণত সাধারণজ্ঞান ক্যাটাগরিতেই ধরা হয়। এখন আসুন জেনে নিই,  কোন বিষয়ের কোন কোন অধ্যায়গুলো আপনাকে জানতে হবে বা শিখতে হবে।


সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করবেন? How to start preparing for government jobs?

বাংলা ভাষা-সাহিত্য ও ব্যাকরণ :


‬ সরকারি চাকরির প্রস্তুতির জন্য বাংলা ভাষা-সাহিত্য ও ব্যাকরণ অংশে ভালো করতে হলে- উল্লেখযোগ্য কবি- সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম, বাংলা ভাষা-সাহিত্য ও ব্যাকরণে তাদের অবদান; বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানতে হবে। গল্প, কবিতা বা উপন্যাসের রচয়িতা থেকে প্রশ্ন বেশি আসে। 

ব্যাকরণ অংশে- 

  • শব্দ, 

  • পদ, 

  • কারক- বিভক্তি, 

  • প্রকৃতি- প্রত্যয়, 

  • সন্ধি, সমাস, 

  • শুদ্ধ বানান পড়তে হবে। এছাড়াও 

  • পারিভাষিক শব্দ, 

  • বিপরীত শব্দ, 

  • বাগধারা, 

  • এককথায় প্রকাশ থেকেও প্রশ্ন আসতে পারে। কৃষ্ণ অধিকারী জানান, সন্ধি, সমাস, কারক থেকে প্রতিবছরই প্রশ্ন থাকে, এগুলো প্রশ্নে একপলক দেখামাত্রই যেন উত্তর করা যায় সেভাবেই প্রস্তুতি নিতে হবে। এ জন্য বোর্ড প্রণীত নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইয়ের সব অধ্যায়ের পাঠ এবং উদাহরণ শিখতে পারলে ভালো হয়।


‎ইংরেজিঃ‬ 


ইংরেজিতে ভাল করার জন্য ইংলিশ বেসিক গ্রামার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। পড়তে হবে Preposition, 

  • Antonym, 
  • Synonym, 
  • Parts of Speech, 
  • Tense, 
  • Spelling, 
  • Right forms of verb, 
  • Transformation, 
  • Voice, 
  • Preposition
  • Narration । সাধারণত Spelling, Right forms of verb, Antonym, Synonym থেকে প্রশ্ন বেশি আসে। বিগত কয়েক বছরের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেখলে বেশ ভালো ধারণা পাওয়া যাবে। চারটি Preposition থেকে শূন্যস্থানে. কোনটি বসবে, গ্রামারের বিচারে কোন বাক্যটি শুদ্ধ, কোনটি সঠিক Indirect Speech -এ ধরনের প্রশ্ন প্রায়ই আসে। অনুশীলনের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড, প্রফেসরস জব সল্যুশন এবং ভালো মানের গ্রামার বই পড়তে পারেন। আর খাতায় গুরুত্বপূর্ণ শব্দ লিখে চর্চা করলে কাজে লাগবে।



গণিতঃ‬


 গণিতের সমাধান বের করতে অনেকে বেশি সময় নিয়ে ফেলেন। এ ক্ষেত্রে সচেতন হতে হবে। পুরনো পাঠ্যক্রমের ষষ্ঠ থেকে অষ্টম ও নবম- দশম শ্রেণির গণিত বই অনুসরণ করতে হবে। দেখে যেতে হবে এইচএসসি পর্যায়ের বইও। সায়েন্টিফিক ক্যালকুলেটর নেওয়া যাবে না। সাধারণ ক্যালকুলেটর নেওয়া গেলেও সময় স্বল্পতার কারণে সব সময় ব্যবহার করতে যাওয়াটা বোকামি। গণিতের প্রস্তুতি এমনভাবে নিতে হবে যেন মুখে মুখেই অঙ্কের বেশির ভাগ সমাধান করে নেওয়া যায়, বারবার চর্চা করলেই এটা সম্ভব। সুদ-কষা, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, ভগ্নাংশ, ধারাপাত এবং বীজগণিতের প্রথম পর্যায়ের কিছু অঙ্ক থেকে প্রশ্ন আসতে পারে। অনেক সময় দশমিকের গুণ, ভাগ থাকে। জ্যামিতির সাধারণ সূত্র ও সংজ্ঞা থেকেও প্রশ্ন আসে।


সাধারণ জ্ঞানঃ


‬ সাম্প্রতিকে জোর বাংলাদেশের স্বাধীনতা, অভ্যুদয়ের ইতিহাস, জাতীয় বিষয়াবলি থেকে প্রশ্ন আসে। আন্তর্জাতিক অংশে দক্ষিণ এশিয়া এবং এশিয়া সম্পর্কিত প্রশ্ন বেশি দেখা যায়। খেলাধুলা, আন্তর্জাতিক সংস্থা, পুরস্কার, দিবস ইত্যাদি থেকে প্রশ্ন আসে। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিসংশ্লিষ্ট প্রশ্ন যেমন বিভিন্ন আবিষ্কার, রোগব্যাধি, বিভিন্ন খাদ্যগুণ, কম্পিউটার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে প্রশ্ন আসতে পারে। সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য আজকের বিশ্ব, এমপিথ্রি, নতুন বিশ্ব পড়তে পারেন কৃষ্ণ অধিকারী বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে প্রশ্ন বেশি থাকে।

বিশেষত এক বছরের জাতীয় ও আন্তর্জাতিক বিশ্বে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। এ জন্য পড়তে হবে সাধারণ জ্ঞানবিষয়ক মাসিক কারেন্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট ওয়ার্ল্ড।


সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করবেন? How to start preparing for government jobs?

How to start preparing for government jobs?


How to start preparing for government jobs? Institutional exam and government job exam are never same. A lot of things go wrong in job tests. Even the known seems unknown. So the preparation for government jobs should be done well. Because even if you get a couple of marks less in the institutional exam, you might get first class. But you won't get the job because of two numbers in the job test, you won't pass the job test. So how to start preparing for government jobs. I will try to discuss it below.


In government jobs exam questions are usually asked from 4 categories. For example: Bangla-Bangla, English-English, Mathematics-Mathematics and General Knowledge-General Knowledge. Also information technology is sometimes asked. That too is generally considered in the general knowledge category. Now let's find out which chapters you need to know or learn.


Bengali Language-Literature and Grammar:


To do well in Bengali language-literature and grammar for government job preparation - life and literary works of notable poets-literature, their contribution to Bengali language-literature and grammar; To know about the history of Bengali language and literature. Questions often come from authors of stories, poems or novels.

In Grammar Section-

  • words,
  • post,
  • factor-splitting,
  • nature-verification,
  • Sandhi, Samas,
  • Pure spelling should be read. Also
  • terminology,
  • opposite words,
  • idiom,
  • In one word, the question may arise from the expression. Krishna Adhikari said that every year there are questions from Sandhi, Samas, Karaka, these questions should be prepared in such a way that they can be answered at a glance. For this, it is better to learn the lessons and examples of all the chapters of the class IX-X grammar book prepared by the board.


English:


To do well in English one must have a clear understanding of English basic grammar. Preposition should be read,

  • antonym,
  • Synonym,
  • Parts of Speech,
  • Tense,
  • Spelling,
  • Right forms of verb,
  • Transformation,
  • voice,
  • Narration. Usually more questions come from Spelling, Right forms of verb, Antonym, Synonym. A good idea can be obtained by looking at the previous years teacher recruitment exam question papers. In the blanks from the four Prepositions. Which one will sit, which sentence is correct in terms of grammar, which one is correct Indirect speech, such questions often come. For practice, read primary teacher recruitment guides, professors job solutions and good quality grammar books. And if you practice by writing important words in the notebook, it will be useful.



Mathematics:


  Many people take too much time to solve maths. Be aware in this case. Mathematics book of class VI to VIII and IX-X of the old curriculum should be followed. HSC level books should also be seen. Scientific calculators cannot be taken. A simple calculator can be taken but it is foolish to use it all the time due to lack of time. Maths preparation should be done in such a way that most of the maths can be solved orally, it is possible only by repeated practice. Questions may come from interest, unitary rule, profit and loss, fractions, multiplication and some numbers from the first stage of algebra. Sometimes there are multiplications and divisions of decimals. Questions also arise from general formulas and definitions of geometry.


General Knowledge:


In recent times, the emphasis is on independence of Bangladesh, history of development, national issues. Questions related to South Asia and Asia are more common in the international section. Questions come from sports, international organizations, awards, days etc. Questions related to general science and technology such as various inventions, diseases, various food qualities, computer, information and communication technology may be asked. To prepare for general knowledge, you can read today's world, MP3, new world. Krishna Adhikari said, recently there are more questions from Bangladesh. Special attention should be given to the events that happened in the national and international world of a year. For this you have to read general knowledge monthly current affairs or current world.


in conclusion, today we have discussion- সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে শুরু করবেন? How to start preparing for government jobs?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad