মেছতা দূর করার ঘরোয়া উপায়
মেছতা দূর করার উপায় |
মেছতা দূর করার ক্রিম অনেকেই ব্যাবহার করে থাকেন। কিন্তু কোন ভালো ফলাফল পাচ্ছেন না আমি তাদের কে বলবো আমার এই আয়ুর্বেদিক চিকিৎসা বই থেকে ৪ টি মেছতা দূর করার ঘরোয়া উপায় জানিয়ে দিলাম আশা করি উপকৃত হবেন। আমার এই মেছতা দূর করার ঔষধ গুলো শুধু যে মেয়েদের ক্ষেত্রে কাজ করবে তা নয় ছেলেদের মেছতা দূর করার জন্য খুবই কার্যকরী।
মেছতা দূর করার সহজ উপায়ঃ
১। মেছতার দাগ দূর করার জন্য প্রথমে গরম পানি দিয়ে লাউ ধুয়ে ঐ লাউ টুকরো ঘসে ঘসে লাগালে মেছতা দূর হবে।
২।মেছতা দাগ দূর করার জন্য এক টুকরো দারুচিনি ,একটি ছোট এলাচ,ও আমচ গুলনচো পানি কয়েকদিন খেলে মেছতা ভাল হয়ে যায়।
৩। মুখে মেছতা দাগ দূর করার জন্য সুষনি শাকের রস এক চামচ চন্দন,দুই চামচ দেবদারু গাছের ছাল পানিতে ভালভাবে সিদ্ধ করে সেই পানি গরম অবস্থায় মুখে লাগালে মেছতা ভালো হয়ে যাবে।
৪। মেছতার দাগ দূর করার জন্য দুই চামচ মধু ও এক চামচ অর্জুন ছাল মিশিয়ে লাগান মেছতা দূর হয়ে যাবে।
তৈলাক্ত ত্বকের মেছতা দূর করার জন্য এগুলো নিয়ম মেনে ব্যাবহার করুন।
(আয়ুর্বেদিক চিকিৎসা কিতাব থেকে সংগৃহীত)