পরস্ত্রী বশীকরণ মন্ত্র। তীব্র বশীকরণ মন্ত্র। vashikaran mantra
পরস্ত্রী বশীকরণ মন্ত্র |
সুপ্রিয় পাঠকগণ আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি তীব্র বশীকরণ মন্ত্র ও শক্তিশালী বশীকরণ মন্ত্র যা দিয়ে কিভাবে আপনি পরস্ত্রী বশীকরণ করতে পারবেন খুব সহজেই।আর এটার জন্য আপনি শুধু তাদের নাম দিয়ে বশীকরণ করতে পারবেন।অন্যের স্ত্রী কে বশীকরণ করার জন্য এই মন্ত্র খুবই ফলপ্রসূ ও পরীক্ষিত
বশীকরণ মন্ত্রটি এইঃ
দুই চোখে দেখিলাম
চার চোখে বান্ধিলাম
মুখ মায়া মোহিনী
চোখ মায়া নাগিনী
লাগ লাগ ফলনীর
দুই চিতাম লাগ
মন্ত্রটি সিদ্ধ করার নিয়মঃ
পরস্ত্রী বশীকরণ এই মন্ত্রটি সিদ্ধ করার জন্য শনিবার বা মঙ্গলবার আপনার পবিত্র দেহে শুদ্ধ মনে একাগ্ৰচিত্তে তিন দিন আগে ৪১ বার করে জপ করে নিবেন শনিবার শুরু করলে শনিবার রবিবার সোমবার, মঙ্গলবার শুরু করলে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার।
একাগ্ৰচিত্তে প্রতিদিন রাতে জপ করিবেন জপ করার সময় কোন কথাবার্তা বলা যাবে না পারলে কিছু আগর বাতি বা ধুনা জ্বালিয়ে ভোগ আদায় করে নিবেন।
মন্ত্রটির প্রয়োগবিধিঃ
এই পরস্ত্রী বশীকরণ বা তীব্র বশীকরণ মন্ত্রটি খুবই শক্তিশালী একটি বশীকরণ মন্ত্র।এর প্রয়োগ খুবই সহজ।মন্ত্রটি সিদ্ধ করে নেয়ার পর আপনি রাতে একটি মোমবাতি জ্বালিয়ে মনে মনে ঐ কাংখিত ব্যাক্তির চেহারা কল্পনা করবেন বা ছবি সামনে রেখে মন্ত্রটি তিন বার পাঠ করে নিদ্রা যাবেন এভাবে তিন দিন একই সময়ে তিনটি মোমবাতি মন্ত্র পরে জালাবেন।
উক্ত নিয়মে মোমবাতি মন্ত্রপূত করে জালালে আশা করি তিন দিনের মধ্যে কাংখিত ব্যাক্তি শরীরে হাত পা জলা শুরু হয়ে যাবে।এটা একটি পরিক্ষিত বশীকরণ মন্ত্র। এবং দূর থেকে বশীকরণ করার জন্য এই মন্ত্রের কোন তুলনা হয় না।তাই আপনারা খুব সহজেই দূর থেকে বশীকরণ করতে সক্ষম হবেন।
ভালো লাগলো
ReplyDeleteধন্যবাদ
Delete