dengue fever, dengue symptoms, dengue fever medicine

  dengue fever, dengue symptoms,dengue medicine 

dengue 

ডেঙ্গু জ্বর/dengue fever:

ডেঙ্গু মশা এই ভাইরাস বহন করে।আর এই dengue fever (জ্বর )সাধারণত ডেঙ্গু মশার কামড়ে হয়ে থাকে।এই ডেঙ্গু জ্বর হঠাৎ করেই আক্রমণ করে থাকে।

ডেঙ্গু জ্বরের লক্ষণ/dengue symptoms:

1। রোগির শরীরে প্রবল জ্বর আসে।

2। রোগিকে শীত শীত লাগে।

3।রোগির শরীর কাঁপতে থাকে।

4।রোগির সন্ধিসমুহ খুব ব্যথা করে।

5। রোগির ক্ষুধামন্দা দেখা দেয়।

6।রোগির বমি বমি ভাব দেখা দেয়।

7।কোন রোগির আবার হামের মত ফুস্কুরি বাহির হয়।

8।রোগির শিরোঃরোগ সহ অন্যান্য লক্ষন ক্রমশ দেখা দেয়।

এই জ্বরে রোগি খুবই দুর্বল ও শুকিয়ে যায়।

ডেঙ্গু জ্বরের ঔষধ/dengue fever medicine:

এই ডেঙ্গু জ্বরের প্রথম অবস্থায় বিশেষত রোগির প্রবল জ্বরে অ্যাকোনাইট 1x

রোগির মুখ চোখ রক্ত বর্ণ ধারণ করলে বেলেডোনা 6

রোগির অত্যাধিক অস্থি বেদনায় ইউপেটোরিয়াম -পারফ 1x

এখানে আমি কিছু হোমিওপ্যাথি dengue fever medicine উল্লেখ করলাম একটি পুরনো হোমিওপ্যাথি চিকিৎসা বই থেকে। এই সমস্ত ঔষধ প্রয়োগের আগে অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাঃ এর পরামর্শ নিয়ে খেতে দিবেন ধন্যবাদ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad